সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রত্যাশা করলেন আনিছ-উজ্জামান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ও গজারিয়া-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা ব্যক্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও মহান একাত্তরের মুক্তিযুদ্ধে বিএলএফ-এর মুন্সীগঞ্জ জেলা কমান্ডার আনিছ-উজ্জামান আনিছ।

মঙ্গলবার রাতে শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের হলরুমে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমাণ্ডের দুই মেয়াদের সাবেক এই কমান্ডার সংবাদ সম্মেলন করে মনোনয়ন প্রত্যাশা করলেন।

এই উপলক্ষ্যে আগামীকাল বুধবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ ভবন সংলগ্ন সড়কে শোডাউন ও সমাবেশ করার ঘোষণা দেন। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছ-উজ্জামান আনিছ গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফছারউদ্দিন ভুইয়া আফসু, সাধারণ সম্পাদক সামসুল কবীর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধাসহ তৃণমূলের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আনিছ-উজ্জামান আনিছ ২০০৮ সালের নির্বাচনে তৃণমূলের ভোটে প্রথম হয়েছিলেন এবং তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনের ছোট ভাই।

অবজারভার

Leave a Reply