জেলাভিত্তিক স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

ছাত্রছাত্রীদের মাঝে সঞ্চয় প্রবণতা সৃষ্টির লক্ষ্যে
বাংলাদেশ ব্যাংক কতৃক নির্দেশিত লীড ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে স্কুলগামী ছাত্রছাত্রীদের মাঝে সঞ্চয় প্রবণতা সৃষ্টির লক্ষ্যে, জেলাভিত্তিক ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা অডিটরিয়ামে শনিবার জেলার ৩২টি স্কুলের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। জেলার ৩২টি ব্যাংকের ব্যবস্থাপনায়, ব্যাংক এশিয়ার নেতৃত্বে জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।

ব্যাংক এশিয়া এসএমই ও এগ্রি সিরাজদিখান শাখা ব্যবস্থাপক বিপুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্যাংক এশিয়া লিঃ-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, বাংলাদেশ ব্যংক ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট মহাব্যবস্থাপক মো. আবুল বশর, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম প্রমুখ।

সোনালীনিউজ

Leave a Reply