গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসের কান্দি গ্রামের শামীম হকের চার বছর বয়সী কন্যা অহনা আক্তার (মুক্তি) নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ঝোঁপ জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার নিজ বাড়ির থেকে নিখোঁজ হয় অহনা। পরিবারের সদস্যরা এলাকায় মাইকিংকরাসহ তাকে খোঁজ করে না পেয়ে মঙ্গলবার সকালে গজারিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৫৫) রুজু করে। বিকালে স্থানীয়রা বাড়ির পাশের ঝোঁপ-জঙ্গলে অহনার মরদেহ দেখতে পেয়ে পুলিশের কাছে সংবাদ দেয়। পরে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সেলিম মাহবুব শিশু অহনার মরদেহ উদ্ধার করেন। অহনা কৃষক বাবার তিন ভাইবোনের মধ্যে সবার ছোট।
অহনার লাশের সুরতহাল সম্পন্নকারী পুলিশ অফিসার সেলিম মাহবুব জানান, অহনার কপালের ডান পাশে, বাঁ চোখের পাতার ওপর ও ডান পায়ের গোড়ালির কাছে সামান্য ক্ষত দেখা গেছে।
মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, অহনা সেক্সুয়াল হ্যারাসের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ বিষয়ে গজারিয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।
অবজারভার
Leave a Reply