আরিফ হোসেনঃ মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাথে বিকল্প ধারার জোটের খবরে তৃণমূল আওয়ামী লীগে বইছে বিরুপ প্রতিক্রিয়ার ঝড়। দলটির উপজেলা কমিটির নেতাকর্মী সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ষ্টাটাস দিয়ে যাচ্ছেন। তারা জোট না করে দল থেকে প্রার্থী ঘোষণা করার আহবান জানাচ্ছেন। তারা বলছেন নির্বাচনে জয় লাভ করার জন্য আওয়ামী লীগেই প্রার্থী রয়েছেন। মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে বরং দল কোন প্রার্থীকে বাদ দিবে তা নিয়েই চিন্তা করতে হবে। অপরদিকে বিকল্পধারার প্রধান বি, চৌধুরীর নিজ উপজেলা শ্রীনগরে দলটির কমিটি ও দলীয় কার্যালয় নেই। সাংগঠনিক ভাবে এতো দুর্বল একটি দলকে আসনটি ছেড়ে দিলে ভবিষ্যতে তৃণমূল আওয়ামী লীগকে চরম ভাবে এর মাসুল দিতে হবে। পদ্মা সেতু, ঢাকা-খুলনা মহাসড়কের ৬ লেনে উন্নয়ন সহ নানা কারনে গুরত্ব পূর্ণ আসনটির নেতৃত্ব হারালে বাধা গ্রস্থ হতে পারে উন্নয়নের ধারা।
বিএনপির ঘাটি হিসাবে পরিচিত মুন্সীগঞ্জ-১ আসনে ৩০ বছর পর আওয়ামী লীগ জয় লাভ করে। এর জন্য নেতাকর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তৃণমূল আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে সহ্য করতে হয়েছে জেল জুলুম। বর্তমান এমপি সুকুমার রঞ্জন ঘোষের নেতৃত্বে বি, চৌধুরী,শাহ মোয়াজ্জেম হোসেন এর মত হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করে আওয়ামী লীগ জয় লাভ করে। তিনি অসুস্থ্য হয়ে এলাকা থেকে দূরে থাকলেও গত দুই বছরে তৃণমূল আওয়ামী লীগ ছিল বেশ চাঙ্গা। নির্বাচনী আবহ ছিল শ্রীনগর-সিরাজদিখান উপজেলার সর্বত্র। দলের মনোনয়ন পাওয়ার জন্য তৃণমূলের মন জয় করতে আনাচে কানাচে ছুটে বেরিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক গোলাম সারোয়ার কবির। মাঠে নামেন আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, আওয়ামী লীগ উপ কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক মাকসুদ আলম ডাবলু, কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার সহ আরো কয়েকজন। তারা দলীয় মনোনয়ন চাইলেও নৌকায় ভোট চেয়েছেন আগে। শেষ দুই বছরে নৌকার পক্ষে অনেক মিছিল মিটিং হয়েছে। বিএনপির ঘাটি হিসাবে পরিচিত হলেও আসনটিতে নৌকার জোয়ার ছিল দেখার মতো। কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্বাচনী উচ্ছাসে ভাটা পড়েছে।
জাতীয় পর্যায়ে শক্ত অবস্থান থাকলেও মুন্সীগঞ্জ-১ আসনে সাংগঠনিক ভাবে বেশ দূর্বল বিকল্প ধারার সাথে জোটের কারনে আসনটি ছেড়ে দিতে হতে পারে এই শংকা তৃণমূল আওয়ামী লীগ মেনে নিতে পারছেনা।
ত্রিশ বছর পর জয়ী হয়ে দখলে রাখা আসনটি কেন বিকল্প ধারাকে দিতে হবে তার প্রশ্ন উঠেছে সর্বত্র। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শেখ মোঃ আলমগীর তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ৩৩ বছর পর মুন্সীগঞ্জ-১ আওয়ামী লীগ ফিরে পেয়েছে ভুল করলে আগামী ৫০ বছর লাগবে। শ্রীনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার লিখেছেন, মুন্সীগঞ্জ-১ আসনে আমার মার্কা নৌকা অন্য কিছু বুঝতে চাইনা। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু তার ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখে আসনটিতে আওয়ামী লীগের বাইরে থেকে প্রার্থী না দিতে অনুরোধ করেন। নৌকার টিকেটে জয়ী হওয়া নাম প্রকাশে অনিচ্ছুক ২ জন ইউপি চেয়ারম্যান জানান, জোট হয়ে মাহি বি, চৌধুরীকে সমর্থন দিলে এর প্রভাব পরবে পরবর্তী স্থানীয় নির্বাচন গুলোতে। মাহি বি চৌধুরী চাইবেন তার দল থেকে প্রার্থী দেওয়ার জন্য যা আওয়ামী লীগের জন্য ক্ষতির কারন হবে। যা আমার এখনই ভাবা উচিৎ।
জোটের খবরে তৃণমূলের উচ্ছাসে ভাটা পরলেও মনোনয়ন প্রত্যাশীরা এখনো আশা করছেন নেত্রী তৃণমূলের ইচ্ছার বাইরে যাবেন না। একারনে তারা নিজেদের সমর্থকদের মনোবল ধরে রাখার জন্য মিটিং করে যাচ্ছেন।
।
Leave a Reply