জসীম উদ্দীন দেওয়ান: মুন্সীগঞ্জের টংগিবাড়ি সোনারং দেওয়ান বাড়ি এলাকায় র্যাবের সাথে বন্দুক যুদ্ধে ১৮ টি মাদক মামলার আসামী আবুল হোসেন শেখ নিহত হয়েছে। এই ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়। ঘটনা স্থল থেকে বিদেশি পিস্তুল, গুলি এবং পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করার কথা জানান র্যাব। র্যাব -১১র সিনিয়র সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দীন জানান, বুধবার ভোর টায় মাদকের বেচা কেনার সংবাদ পেয়ে সোনারংয়ে অভিযান চালায় তারা।
এসময় মাদক কারবারীদের সাথে তাদের গুলি বিনিময় হয়। এক পর্যায়ে মাদককারবারীরা পিছু হটে গেলে ঘটনা স্থল থেকে আবুল শেখকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টংগিবাড়ি স্বান্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মুত্য ঘোষণা করেন। র্যাবের দুই সদস্যকে টংগিবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে জানান আলেপ উদ্দীন
Leave a Reply