নির্বাচনে আ’লীগের নির্দেশনা অমান্য করলে বহিস্কার

মুন্সীগঞ্জে জেলা ছাত্রলীগের সভা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যক্তিগত মতভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। দলীয় নির্দেশনার বিপরীতে কারও কাজ করার তথ্য পেলে তাকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিস্কার করার নির্দেশনা রয়েছে।

মঙ্গলবার রাতে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জ শহরে জেলা ছাত্রলীগের নির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জরুরি সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি ও মুন্সীগঞ্জ-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের বিজয় নিশ্চিত করতে সব ব্যক্তিগত মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশিত চিঠি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির কাছে পাঠানো হয়েছে। ওই চিঠিতে নির্দেশনার বিপরীতে কাজ করার তথ্যপ্রমাণ পাওয়া গেলে জড়িতদের স্থায়ীভাবে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হবে বলেও উল্লেখ করা হয়েছে বলে জানান জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব আহমেদ।

সমকাল

Leave a Reply