জসীম উদ্দীন দেওয়ান: মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে লরি ও এ্যাম্বুলেন্সের সংঘর্ষে এ্যাম্বুলেন্সে ভিতরে থাকা রোগী আব্দুর রাজ্জাক (৭০) নিহত হয়েছেন। গজারিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গজারিয়া উপজেলার দরি বাউশিয়া এলাকায় লরি ও এ্যাম্বুলেন্সের মধ্যে ঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই রোগী আব্দুর রাজ্জাক নিহত হয়।
এসময় এ্যাম্বুলেন্সে রোগীর সাথে আসা একই পরিবারের লাকী বেগম, ইফতেকা, ও মো.বাতেন আহত হয়েছেন। আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ্যাম্বুলেন্সটি নোয়াখালী থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। দূর্ঘটনার কারণে এই সড়কের এক পাশ ঘন্টা খানেক বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্যোগে গাড়ি দুটি উদ্ধার করে সড়ক সচল করা হয়।
Leave a Reply