একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলার তিনটি আসনে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এক লাখ ৫৫ হাজার ৮৯৫ জন। এর মধ্যে তরুণ ভোটারের সংখ্যাই বেশি। জেলার ৬টি উপজেলা নিয়ে গঠিত তিনটি নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৬৩ হাজার ৫৪৮ জন। দশম সংসদ নির্বাচনে তিনটি সংসদীয় আসনে মোট ভোটার ছিলেন ১০ লাখ ৮০ হাজার ৫৩।
অন্যদিকে জাতীয় সংসদে ১৭১, ১৭২ ও ১৭৩ নম্বর আসন হিসেবে পরিচিত মুন্সীগঞ্জ-১, ২ ও ৩ আসনের দুটি পৌরসভা ও ৬৮টি ইউনিয়নে স্থায়ী ভোটকেন্দ্র ৪২২টি এবং স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ভোট কক্ষের সংখ্যা দুই হাজার ২৬৮টি। জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
শ্রীনগর ও সিরাজদীখান উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-১ আসন। এ দুই উপজেলায় ২৮টি ইউনিয়নে ভোটকেন্দ্রের সংখ্যা ১৪৮টি। স্থায়ী ও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৮৫৩টি। মুন্সীগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ২৭৯। এর মধ্যে শ্রীনগর উপজেলায় ৭৩টি ভোটকেন্দ্র ও স্থায়ী ভোট কক্ষ ৪২৮টি। এখানে পুরুষ ভোটার এক লাখ ১০ হাজার ৯৬৫ ও নারী ভোটার এক লাখ সাত হাজার চারজন। সিরাজদীখান উপজেলায় ৭৫টি ভোটকেন্দ্র ও স্থায়ী ভোটকেন্দ্র ৪০১টি এবং অস্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ২৪টি। এখানে পুরুষ ভোটার এক লাখ ১৩ হাজার ৬১৩ এবং নারী ভোটার এক লাখ আট হাজার ৬৯৭ জন। অন্যদিকে লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলা নিয়ে মুন্সীগঞ্জ-২ আসনে ইউনিয়নের সংখ্যা ২৩টি। মুন্সীগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৫৮ হাজার ২২। এর মধ্যে লৌহজংয়ে স্থায়ী ভোটকেন্দ্র ৪৭টি, ভোট কক্ষ স্থায়ী ২৬১ ও অস্থায়ী ১৮টি। পুরুষ ভোটার ৭৩ হাজার ৭৫১ এবং নারী ভোটার ৬৯ হাজার ১৯৫ জন। এখানে পুরুষ ভোটার ৮৪ হাজার ১১ এবং নারী ভোটার ৭৮ হাজার ৮৬৫ জন।
এ ছাড়া মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসন। দুই উপজেলা মিলিয়ে দুটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৫২, ভোট কক্ষের সংখ্যা ৮১০টি। মুন্সীগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ৪৪৭। এর মধ্যে সদর উপজেলায় দুটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে ভোটকেন্দ্রের সংখ্যা ১০৬ ও ভোট কক্ষ অস্থায়ী তিনটিসহ ৫৬৮টি। এখানে পুরুষ ভোটার এক লাখ ৫০ হাজার ৮৩৪ এবং নারী ভোটার এক লাখ ৩৯ হাজার ৯২০ জন। অন্যদিকে গজারিয়া উপজেলায় পুরুষ ভোটার ৬৪ হাজার ৫৮২ এবং নারী ভোটার ৬২ হাজার ১১১ জন।
সমকাল
Leave a Reply