মতামত – জসীম উদ্দীন দেওয়ান

সুবুজে মাখা দেশটার রেশটা তারুন্যে উজ্জীবিত।
সবুজের রং সরতে যেয়ে, হালকা হয়ে হয়ে প্রায় মৃত।
ভয়টা সেখানে, ভাবতে থাকাদের মনে।
এ বেলা নি:শ্বাসে নি:শ্বাসে প্রতিটা ক্ষনে।
দেশটার শেষটা কোথা? গতি হারাতে বসা।
নাকি পেয়ে যাওয়া গতির দিশা?
ভয়টা ভাবতে থাকাদের মনে, নি:শ্বাসে নি;শ্বাসে, প্রতিটা ক্ষনে।
বড় দাম দিয়ে কিনা আমার এই দেশ।
রক্ত ঝরা, স্বজন হারা, সাথে মায়ের কোল খালি হওয়া আর্তনাদের রেশ।
সাজানো বাগান, না হোক খান খান।
এগিয়ে চলার গতির নিশানা, মানবেনা কোন মানা। বাঁচুক স্বপ্ন, উন্নয়নের বয়ে যাক বান।
তবে ভয় কাটুক, সবার সঠিক মতামতে।
ধারাবাহিকতার পথে।
আমাদের খুব বেশি জরুরী হয়ে পড়েছে ভাববার।
হেরে যেতে দিওনা আরবার।
এ দেশটা বহু দাম দিয়ে কিনা।
নিশ্চয়ি তোমার আমার সবার জানা।
তবে ভয় কাটুক, তোমার আমার মতে।
ধারাবাহিকতার পথে।

Leave a Reply