সিরাজদীখানে গৃহবধূর আত্মহত্যাকে কেন্দ্র করে গ্রাম্য সালিশে প্রবাসী স্বামীর পরিবারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের লেকু মাতবরের বাড়িতে সালিশ বৈঠকে এ রায় দেওয়া হয়।
গত বুধবার উপজেলার বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চান্দেরচর গ্রামের মোস্তফা আলীর ছেলে সৌদি প্রবাসী সাইফুল ইসলামের সঙ্গে তার স্ত্রী তাহমিনার মোবাইল ফোনে ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে তাহমিনা ওই দিন বিকেলেই বিষপান করেন। পরে তাহমিনার স্বজন তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত বৃহস্পতিবার বিকেলে লাশ দাফনের আগে সকাল ১১টায় বালুচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন, স্থানীয় কালাই চানসহ এলাকার মাতবররা বিষয়টি নিয়ে বৈঠকে বসেন। সালিশে প্রবাসী সাইফুল ইসলামের বাবা মোস্তফা আলীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, সাইফুল সৌদি আরব যাওয়ার সময় তাহমিনার বাড়ি থেকে ৩ লাখ টাকা নিয়েছিলেন। সেখান থেকে ২ লাখ টাকা তাহমিনার বাবা-মাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। এখানে দু’পক্ষের সম্মতিক্রমে আমরা বিষয়টি সমাধান করেছি। বিষয়টি সিরাজদীখান থানার এসআই হিমেলের সঙ্গে যোগাযোগ করেই আমরা করেছি।
সিরাজদীখান থানার এসআই হিমেল বলেন, আমাকে একজন ইউপি সদস্য ফোন করে আত্মহত্যার ঘটনাটি জানিয়েছেন। এ ঘটনায় সালিশে জরিমানার বিষয়টি আমি অন্য এক লোকের মাধ্যমে শুনেছি।
সমকাল
Leave a Reply