আরিফ হোসেন: মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনকে অবাঞ্চিত ঘোষনা করে মানববন্ধন ও ঝাড়– মিছিল বের করে বিক্ষোভ প্রদর্শণ করা হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শেখ মোঃ আব্দুল্লাহর কর্মী সমর্থকরা এই কর্মসূচী পালন করে। এর আগে শেখ মোঃ আব্দুল্লাহর গ্রামের বাড়ি সিরাজদিখান উপজেলার গোপাল পুর গ্রামে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা ১২ ঘন্টার মধ্যে শাহ মোয়াজ্জেম হোসেনের মনোনয়ন বাতিল করে শেখ মোঃ আব্দুল্লাহ কে প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়ার দাবী জানান। দাবী মানা না হলে এক যোগে তারা দল থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। তারা বলেন গুলশানে বসে তৃণমূলের ভাষা বোঝা সম্ভব নয়। গত ১০ বছরে শাহ মোয়াজ্জেম হোসেন এলাকার নেতা কর্মীদের থেকে বিচ্ছিন্ন। বিভিন্ন হামলা-মামলা মোকাবেলা করেছেন শেখ মোঃ আব্দুল্লাহ। আর এখন মনোনয়ন দেয়া হচ্ছে শাহ মোয়াজ্জেম হোসেনকে। প্রয়োজনে আমরা ১ লাভ ভোটার ভোট বর্জন করব। কিন্তু শাহ মোয়াজ্জমকে মেনে নেবনা।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও আল মুসলিম গ্রুপের কর্ণধার শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, ২০০৮ সালে দল আমাকে মনোনয়ন দেওয়ার ২ দিন পর তা পরীবর্তন করে। সেই সময় এবার নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়ার আশ^াস দেওয়া হয়েছিল এবং দলীয় নির্দেশে এবারও আমি মনোনয়ন পত্র জমা দেই । শেষ মূহুর্তে এসে দল যে সিদ্ধান্ত দিয়েছে তা সঠিক কিনা এই বিচারের ভার দলীয় নেতা কর্মীদের উপরই রইল। এসময় আরো বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সায়েদুর রহমান কুট্টি, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, মুন্সীগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক মোল্লা, শ্রীনগর উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম পার্থ, সিরাজদিখান উপজেলা ছাত্র দলের আহবায়ক অহিদুল ইসলাম, বিএনপি নেতা আমিন উদ্দিন চৌধুরী, মোঃ হায়দার আলী, নুরু হোসেন, নজরুল ইসলাম, রানা মাকসুদুল হক, মুজিবুর রহমান, আঃ লতিফ, ইকবাল হোসেন, ওসমান হারুন, মাহমুদুর রহমান খান, জামাল হোসেন জামিল প্রমুখ। সভা শেষে শতাধিক গাড়ি নিয়ে বিভিন্ন বয়সের নারী পুরুষ প্রতিবাদ জানিয়ে শ্রীনগর ও সিরাজদিখান উপজিলার বিভিন্ন সড়কে র্যালী বের করে।
Leave a Reply