মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজ হওয়ার একদিন পর কামাল হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কামাল হোসেন রাজবাড়ী জেলার সদর উপজেলার ভেড়ামারা গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন।
গত বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিরতারা গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। শুক্রবার সকাল ১০টার দিকে সিরাজদীখান উপজেলার দানিয়াপাড়া গ্রামে আরাফাত হাসপাতালের পেছনের একটি পরিত্যক্ত বাঁশবাগানে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় সিরাজদীখান থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে কামাল হোসেনকে অন্য কোথাও গলাটিপে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
সমকাল
Leave a Reply