মুন্সীগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙ্গচুর, আহত ১০ জন

জসীম উদ্দীন দেওয়ান: মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপির প্রধান কার্যালয় ভাঙ্গচুর করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হয়েছে বিএনপির ১০ জন নেতা কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সংঘবন্ধ দল লাঠিসোটা দিয়ে বিএনপির অফিসের আসবাবপত্র ভাঙ্গচুর করে। এসময় কার্যালয়ের ভিতরে থাকা শহর বিএনপির সভাপতি ভিপি শাহিন, সদর থানা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোতালেব মিয়াসহ দলটির ১০ জন নেতা কর্মীকে পিটিয়ে আহত করা হয়।

সদর থানার ভাপপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দূর্বৃত্তরা আকস্মিক ঢুকে এই হামলা করেছে। তবে কারা এই হামলাটি করেছে বিএনপি থেকে কারো সনাক্ত করতে পারেনি বলে জানান তিনি। জেলা বিএনপির সভাপতি এবং মুন্সীগঞ্জ তিন আসনের বিএনপি প্রার্থী আব্দুল হাই জানান, আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. মৃনাল কান্তি দাসের নির্দেশে এই হামলা হয়েছে। এই ব্যাপারে তিনি আইনশৃঙ্খলা বাহিনী এবং রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছেন বলেও জানান।

এ ব্যাপারে কোন প্রতিক্রিয়া নেই বলে জানান এ্যাড মৃনাল কান্তি দাশ ।

Leave a Reply