ভিন গ্রহ – জসীম উদ্দীন দেওয়ান

মুখোর হলোনা, তুখোর হলোনা,
ঘুমন্ত রাত হেন।
নেই হৈ হৈ, তেমন রই রই,
উৎসবহীন মাঠ যেন।
চায়ের দোকানে কাপ, ব্যস্ত নয় কভু,
হাত বদলায়না বারং বার।
রোজগারের খুশিতে, ক্লান্তহীন দেহ রবে,
এমনটা পায়না দোকানদার।
দিন বুঝি আর, হাতে গনা কয়েক,
প্রচারণার বাকি সাত দিন।
সারা দিন চষে, নেতা গ্রামে যেয়ে,
প্রতীকটারে বলবে চিনে নিন।
চোখে পরেনা আর, আগের দিনের মতো,
নির্বাচনী উৎসব।
বাঙ্গালী সংস্কৃতি হারাচ্ছে তবে কি?
নব গ্রহের বইছে রব!
কি জানি তবে, কোন পথে যাবে?
মেঁকি না খাঁটির সুর?
এমন গ্রহের সংস্কৃতি কেন?
দুর হোক এসব দুর।
নির্বাচনী উৎসবে মাতবো সবে,
ঈদ উৎসবের মতো।
আমরা সবে বাঙ্গালী হবো,
ভিন গ্রহের পাবনা ক্ষত।

Leave a Reply