জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ কাগজীপাড়া নতুন মাঠে নির্মিত আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্প আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক পৌনে চারটার দিকে মুন্সীগঞ্জ -৩ আসনের অ্যাড.মৃনালকান্তি দাসের নৌকা প্রতীকের নির্বাচনী এই ক্যাম্পে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মিরকাদিম পৌর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জানান, পৌরসভার দলীয় মিটিং সেরে স্থানীয় টিটুকে নিয়ে ভোর চারটার দিকে বাড়িতে ফিরতে নিলে ক্যাম্পে আগুন জ্বলতে দেখতে পায় তারা। দুজনে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
এর আগেই ক্যাম্পের প্রায় ৮০ শতাংশ পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মেয়র শহিদুল ইসলাম শাহীন জানান, নির্বাচনী উৎসব থমকে দিতে এবং নির্বাচনে নাশকতা তৈরী করার লক্ষ্যে একটি মহল এই ঘটনা ঘটিয়েছে। নির্বাচনের দিন দলীয় নেতা কর্মীদের সচেতন থাকার পরামর্শ দেন মেয়র শাহীন। নৌকার ক্যাম্পে আগুন লাগার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন কাগজীপাড়াবাসী।
Leave a Reply