মুন্সীগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীর মধ্যে ৪ জনই উচ্চ শিক্ষিত

আরিফ হোসেন: মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীর মধ্যে ৪ জনই উচ্চ শিক্ষিত। মহাজোট প্রার্থী বিকল্পধারার মাহী বি,চৌধুরী আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্মাতক পাস করেছেন। ঐক্যজোট প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি পাস করেন। জাতীয় প্রার্টির প্রার্থী এরশাদের আইনজীবী এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে এমএ ও এলএলবি। ইসলামী আন্দোলনের প্রার্থী কে,এম আতিকুর রহমান মাস্টার্স পাস। অপরদিকে সিপিবির প্রার্থী সমর দত্ত উচ্চ মাধ্যমিক এবং জাকের পার্টির মোঃ আতাউর রহমানের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী।

মুন্সীগঞ্জ-১ আসন শ্রীনগর-সিরাজদিখান উপজেলা নিয়ে গঠিত হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাবার গ্রামরে বাড়ী শ্রীনগর উপজেলায়। মাহী বি,চৌধুরীর বাড়ী বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামে। শাহ মোয়াজ্জেম হোসেন কোলাপাড়া ইউনিয়নের দোগাছি গ্রামের সন্তান। শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের বাড়ী শ্রীনগর সদর ইউনিয়নের দেউলভোগ গ্রামে। কেএম আতিকুর রহমান কোলাপাড়ার সন্তান। সমর দত্তের বাড়ী শ্রীনগর ইউনিয়নের হরপাড়ায়। মোঃ আতাউর রহমানের বাড়ী কুকুটিয়া গ্রামের রাণা গ্রামে।

Leave a Reply