মীর নাসিরউদ্দিন উজ্জ্বল: উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারে পর দেশের বিভিন্ন স্থানে এখন চলছে ভোটের হিসাব-নিকাশ। মুন্সীগঞ্জের তিনটি আসনেই এবার প্রচার ছিল ব্যাপক। একাদশ জাতীয় নির্বাচনে গত ১৮ দিন ধরেই প্রার্থীদের নানা রকম প্রচারের এখন পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে ভোটাররা। সকল পরিস্থিতি বিশ্লেষণ করে ভোট বোদ্ধারা মনে করছেন মুন্সীগঞ্জে তিনটি আসনই আবারও লাভ করতে যাচ্ছে নৌকার প্রর্থীরা। ২০০৮ সালের চেয়েও এবারের নির্বাচন বেশি উৎসবমুখর পরিবেশে হবে বলেও আভাস দিচ্ছেন ভোট বোদ্ধারা। এর মধ্যে সচেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনে সরাসরি ভোটে হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে পরপর দু’বার প্রতিদ্বদ্বীতা করে নির্বাচিত অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। তার সঙ্গে এবারও লড়ছেন ২০০৮ সালের প্রতিদ্বদ্বী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।
মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা সম্পাদক এবং বর্তমান সাংসদ এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। তার মূল প্রতিদ্ব›দ্বী জেলা বিএনপির সভাপতি ও দলীয় প্রধানের উপদেষ্টা সাবেক উপমন্ত্রী আব্দুল হাই। আব্দুল হাই এখানে পাঁচবারের এমপি হলেও এবারের অবস্থান আগের মতো নেই বলেই ধারণা করছে ভোট বিশ্লেষকগণ।
নানা কারণে আলোচিত মুন্সীগঞ্জ-১ আসনেও নৌকা এগিয়ে রয়েছে বলেই মনে করছে বিশ্লেষকগণ। এখানে নৌকা নিয়ে নির্বাচন করছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পুত্র মাহী বি চৌধুরী। বিকল্প ধারার মুখপাত্র মাহী অপেক্ষাকৃত তরুণ প্রার্থী সত্তে¡ও ধানের শীষের প্রবীণ প্রার্থী শাহ্ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ভাল অবস্থানে রয়েছেন। জাতীয় পার্টির সাবেক উপ প্রধানমন্ত্রী এবং বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিক শাহ্ মোয়াজ্জেম হোসেন ২০০৮ সালেও ধানের শীষ নিয়ে নৌকার কাছে পরাজিত হয়েছিলেন। তখন নৌকা নিয়ে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের শ্রীনগর উপজেলার সভাপতি সুকুমার রজ্ঞন ঘোষ এমপি। সুকুমার রজ্ঞন ঘোষ এমপি অসুস্থতার কারণে এবার মাঠে নেই। তবে তিনি ভিডিও বার্তায় মাহী বি চৌধুরীকে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন।
প্রচার শেষ হয়েছে শুক্রবার সকাল ৮টায়। এরপরে প্রচার বন্ধ থাকলেও প্রার্থীরা বসে নেই। ভোটারদের মন জয়ে নানা কৌশল ব্যবহার করছেন। তবে টাকার কুমির অনেক প্রার্থী টাকা বিলির অপচেষ্টায় রয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
ভোটের মাঠে পুরো সময় ধরেই নৌকার প্রার্থীরা ছিলেন সরব। মুন্সীগঞ্জ-১ ও ৩ আসনে ধানের শীষের প্রার্থীরা প্রচার চালালেও মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থীকে দেখা যায়নি। অন্যান্য দলের প্রার্থীরাও প্রচারে মাঠে ছিলেন। তবে ছোট দলগুলোর মধ্যে হাত পাখার প্রার্থীদের বেশি সরব দেখা গেছে।
শেষ দিনে নৌকার প্রার্থীরা একযোগে শোডাউন করেছেন। মুন্সীগঞ্জ-১ আসনে শ্রীনগর স্টেডিয়ামে এই শোডউন করেছেন মাহী বি চৌধুরী। মুন্সীগঞ্জ-২ আসনে টঙ্গীবাড়ির বালিগাঁওয়ে শোডাউন করেছেন অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। গজারিয়ায় শোডাউন করেন এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। আওয়মী লীগের প্রার্থীরা সরগরম প্রচারও চলে শেষ দিনে। মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলাই ছিল উৎসবের নগরী। চারিদিকে যেন মিছিলের ঢেউ। নৌকার স্লোগানে মুখরিত ছিল মাঠঘাট।
প্রতিযোগিতায় রয়েছেন ১৮ প্রার্থী। তবে সকল প্রার্থীর প্রচার তেমন চোখে পরেনি। এরপরও উৎসবমুখর ছিল পুরো নির্বাচনী এলাকা।
ইসির নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে সব ধরনের নির্বাচনী প্রচার নিষিদ্ধ করা হয়েছে। ফলে এখন থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোন ধরনের মিছিল মিটিং বা জনসভা বন্ধ রয়েছে। নির্বাচনী এলাকায় এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটের পরিবেশ ঠিক রাখতে নিয়মিত টহল দিচ্ছে।
শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কোথাও আতঙ্ক লক্ষ্য করা যায়নি। মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরবাসীর অপেক্ষা এখন ভোট উৎসবে অংশগ্রহণ।
জনকন্ঠ
Leave a Reply