নাছির উদ্দিন: সিরাজদিখানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই সারা দেশে এক যোগে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। উপজেলার প্রতিটি মাধ্যমিক, প্রাথমিক ও দাখিল মাদরাসায় এই বই বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সিরাজদিখান উপজেলার মালখানগর স্কুল, রাজদিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, বয়রাগাদি উচ্চ বিদ্যালয়, গোড়াপীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালখানগর দাখিল মাদরাসা, সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ে ব্যাপক আয়োজনে বই উৎসব ও আলোচনা সভা করা হয়।
মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মন্জুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, লেখক সামছুল হক, অভিভাবক প্রতিনিধি কাজী নজরুল ইসলাম পিন্টু, অভিভাবক প্রতিনিধি আনোয়ার হোসেন রাজা, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাসুদ খান, শফিক আহমেদ, হাজী আনোয়ার হোসেন আনু।
দুপুরে রাজদিয়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বই তুলেদেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ^জিৎ এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহেদুল মোহাম্মদ সালেহ, সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, বিদ্যালয় কমিটির সভাপতি নাজমুল আলম খান।
এছাড়া মালখানগর দাখিল মাদরাসার সুপার এবিএম মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন মালখানগর ইউনিয়ন আ.লীগ ও মাদরসার সভাপতি আনিসুর রহমান মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কে. এন. ইসলাম বাবুল। সহকারি সুপার আব্দুল আজিজের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি আমির হোসেন, আব্দুর রহমান, নাছির উদ্দিন, স্বর্ণা আক্তার প্রমুখ।
Leave a Reply