দোকানির ঠোংগা – তাসলীমা খানম

লিখনির কতো গভীরে গেলে
সত্যিকারের একটি কবিতা লিখা যায়,
সত্যিকারের কবিতা লিখতে চাই
তাই পরে থাকি কবিতায় ।
নিজের যতো মূল্যবান সময় ঘিরে থাকি
কবিতায় ।

কোনও দোকানির ডালায় পরে থাকা
ঠোংগাটা তুলে নেই চোখের পাতায়
যখন দেখি কারো লিখা কোনও কবিতা ।
দিন রাত্রির কতো মেহনৎ এই কবিতা !
না বুঝলে হয়ে যায়
দোকানির দোকানের ঠোংগা ।

Leave a Reply