মুন্সীগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জানুয়ারি) জেলার টংগিবাড়ী উপজেলার স্বর্ণগ্রাম আর.এন উচ্চ বিদ্যালয়ে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৮শ জনকে বিন্যমূল্যে এ সেবা দেওয়া হয়। অন্যদিকে কামারখাড়া বাজারে অবস্থিত বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে বেলা ১১টায় দুশত কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি রবিন হাওলাদার, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার, স্বর্ণগ্রাম আর.এন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল হাই, প্রমুখ।
অধিকার
Leave a Reply