মুন্সীগঞ্জে শিক্ষকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সদর উপজেলার এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় রাস্তার পাশ থেকে রোববার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ইসরাফিল হকের (৪২) বাড়ি মুন্সীগঞ্জের শহরতলীর পঞ্চসারে। টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তিনি।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো.আমিনুল ইসলাম বলেন, স্কুলের থেকে বেরিয়ে হাতিমারা এলাকায় প্রাইভেট পড়াতে যান ইসরাফিল।এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।পরে তার লাশ উদ্ধার করে পুলিশ।

“নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।দুর্বত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিডিনিউজ

Leave a Reply