মুন্সীগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে চান সালমা হাই টুনী

মুন্সীগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে চান সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সালমা হাই টুনী। জানতে চাইলে তিনি বলেন, ‘এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করতে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলাম। কিন্তু দলের হাইকমান্ডে পরবর্তীতে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’

তিনি বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় দলীয় প্রধান শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পক্ষে আইনি লড়াই করেছি। প্রসিকিউটরের দায়িত্ব নেওয়ার পর আমি সালাউদ্দিন কাদের চৌধুরী, লন্ডনে অবস্থানরত আশরাফুজ্জামান, মইনুদ্দিনের মামলা পরিচালনায় ছিলাম। সে সময় কেউ এই মামলাগুলো করতে সাহস পাননি।’

সালমা হাই টুনী ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক। তিনি আওয়ামী যুবলীগের নির্বাহী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রিয়

Leave a Reply