নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিল বিআইডব্লিউটিএ

মেঘনা নদীর গজারিয়ায় খান ব্রাদার্স এ্যান্ড ডকইয়ার্ড কর্তৃক নদীর তীরভ‚মি টিনের বেড়া দিয়ে বালু দিয়ে ভরাটকৃত অংশ উচ্ছেদ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর।

শনিবার দিনব্যাপী উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ’র জাহাজ অগ্রণী, একটি এক্সেভেটর (ভেকু), একটি টাগবোটসহ বিপুল সংখ্যক উচ্ছেদ কর্মী, নৌ পুলিশ, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক মোঃ শহিদুল্লাহ, সহকারী পরিচালক মোঃ শাহআলম, জিল্লুর রহমান প্রমুখ।

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক মোঃ শহিদুল্লাহ জানান, গজারিয়া এলাকায় মেঘনা নদীর তীরে খান ব্রাদার্স এ্যান্ড ডকইয়ার্ড কর্তৃক নদীর তীরভূমি টিনের বেড়া দিয়ে বালু দিয়ে ভরাট করা হয়েছিল। শনিবার ভরাটকৃত অংশ উচ্ছেদ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়া হয়েছে। নদী দখলকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

জনকন্ঠ

Leave a Reply