অপসস্থ মুন্সীগঞ্জের অন্যতম সিপাহীপাড়া সড়ক, জন দূর্ভোগ কমাতে বহুমুখী সড়ক করার দাবি যাত্রী ও চালকদের

জসীম উদ্দীন দেওয়ান: মুন্সীগঞ্জের অন্যতম ব্যস্ততম সড়ক সিপাহীপাড়ার দৃশ্য এইটি। জেলার ১৭ লাখ মানুষের অধিকাংশরাই ব্যবহার করে থাকেন এই সড়কটি। জেলা শহরের সাথে, টংগিবাড়ী, লৌহজং, সিরাজদিখান ও শ্রীনগর এই চারটি উপজেলার সাথে সরাসরি যোগাযোগের একমাত্র পথ সিপাহীপাড়া সড়ক। চতুর্থমূখী এই সড়কের মোড়ে দিনের প্রায় সময় লেগে থাকে যানজট। তাই দূর্ভোগ পোহাতে হয় এই পথের যাত্রীদের।

কেবল যাত্রীরাই নয়, এই পথ ব্যবহারে ভোগান্তিতে পরতে হয় চালকদেরকেও। তাই এই পথের যাত্রীদের মতো রাস্তা প্রশস্ত করার জোর দাবি চালকদেরও।

কোন কোন সময় দীর্ঘ যানজট না থাকলেও, কখনও দ্রুত গতিতে এই পথ পাড়ি দিবার রোমাঞ্চকর মুহুর্ত নেই কোন চালকদের হৃদয়ে। যানজটের বাইরে ধীর গতির এই পথ সামলাতে হিমশিম খেতে হয় সড়কটি নিয়ন্ত্রনে থাকা দায়িত্বরতদের।

জেলার অত্যন্ত গুরুত্বপূর্ন এই সড়কটির প্রসস্থতা একেতো প্রয়োজনীয়তার তুলনায় খুব কম। তার ওপর গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায়, দুই পাশে পার্কিং করার ফলে সড়কটি আরো সংকোচিত হয়ে পরে.

Leave a Reply