মিরকাদিমে আগুনে পুড়ে গেছে আটটি ব্যবসা প্রতিষ্ঠান (ভিডিও)

জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জের মিরকাদিমে আগুনে পুড়ে গেছে আটটি ব্যবসা প্রতিষ্ঠান। এই ঘটনায় প্রায় ৩৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর মো: আবু ইউসুফ জানান, মিরকাদিম পৌরসভা সংলগ্নে লেপতোষক, আসবাবপত্র ও ওয়াকসপসহ মোট আটটি দোকন আগুনে পুড়ে যায়। সোমবার দুপুর একটার দিকে আগুন লাগলে তারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ঘন্টা খানিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে লেপতোষকের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিটস থেকে এই আগুনের সুত্রপাত হতে পারে বলে জানান তিনি।

Leave a Reply