জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জে ১০০ শয্যার জেনারেল হাসপাতালটিতে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকেনা ডাক্তার, নার্স ও কর্মচারীরা। সকাল আটটার সময় হাজিরা বইয়ে স্বাক্ষর এবং ফিঙ্গার প্রিন্ট করে কাজে যোগ দেওয়ার কথা থাকলেও সোমবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত এই হাজিরা বইয়ে ১১৩ ষ্টাফের মধ্যে মাত্র ৬৬ জনের স্বাক্ষর মিলে।
বিশেষ করে বিভিন্ন বিভাগের ২৩ জন চিকিৎসকের মধ্যে উপস্থিতি দেখা যায় ১৩ জনকে। আর মর্নিং শিপ্টে ৩৩ জন নার্সের মধ্যে উপস্থিত থাকে ২৫ জন। বিলম্বে উপস্থিতিদের মধ্যে কেউ কেউ সড়কে যানজটের দোহায় দেন। আর হাসপাতালে তেমন অনুপস্থিতি নেই বলে দাবি করেন, অাবাসিক মেডিকেল অফিসার সাখোয়াত হোসেন।
Leave a Reply