দেশীয় গানের আয়োজনে মাতালেন, বিরহী মাল্টি মিডিয়া

জসীম উদ্দীন দেওয়ান : দেশীয় গানের আয়োজনটা ছিলো নাট্য সংগঠন বিরহী মাল্টি মিডিয়ার। নাট্য পরিচালক, প্রয়োজক, অভিনেতা, অভিনেত্রীদেের নিয়ে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার তিলার্দিচরের একটি বাড়িতে গ্রাম্য অবয়বে বেশ কয়েকজন সঙ্গিত শিল্পীদের দরাজ কন্ঠে চলে দেশীয় বিভিন্ন সঙ্গীত। উপস্থিতিদের হৃদয়ে দাগ কেটে যায় এসব গানের সুর। আর ঘরোয়া পরিবেশের এই গানের আয়োজনে গান গাইতে পেরে আনন্দিত ভাওয়াইয়া গানের শিল্পী হরিদাস।

শুধু ভাওয়াইয়া নয়, নানান গানের সাথে আয়োজন ছিলো লালন গীতিরও মাটি ও মানুষের গান, প্রানের গান। ছুটির দিনে এমন গানের আয়োজন হোকনা ছোট পরিসরে তবুও যেন গানের টানে ছুটে অাশে আশ পাশের লোকেরা। আর এমন আয়োজন বার বার করার দাবিও রয়েছে কারো কারো।

আকাশ সংস্কৃতির ভিরে এখনো হারিয়ে যায়নি আমাদের, লালন গীতি, পল্লী গীতি, ভাওয়াইয়া গানের মধুর সুর। আর এসব সুর বাঙ্গালী মনে দোলা দিবে জীবন ভর। তাই বিরহী মিডিয়ার ঘরের লোকদের নিয়ে এমন আয়োজন।

বিরহী মাল্টি মিডিয়া সব সময় দেশীয় সংস্কৃতিতে নিজেকে ধরে রাখবে, এমন প্রত্যাশা সংস্কৃতি প্রেমীদের।

Leave a Reply