মুন্সীগঞ্জ জেলা সাংবাদিকদের সাথে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা (ভিডিও)

জসীম উদ্দীন দেওয়ান: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৯ মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা করেছেন জেলা সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান। বুধবার দুপুরে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে এই বিষয়ে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভার আয়োজন করা হয়।

এই সময় ভিটামিন এ কোন কোন উদ্ভিদজ ও প্রানীজ খাবার থেকে পাওয়া যায় এবং ভিটামিন এর অভাবে শিশুর স্বাস্থগত কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে আলোকপাত করা হয়। ৯ ফেফ্রুয়ারী সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার ছয়টি উপজেলায় মোট ১৯৩৭৭৪ জনকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আর এই জন্য মোট ১৬৩৫ টি কেন্দ্রে ২০৬ জন স্বাস্থ্য সহকারী, ২১৭ জন পরিবারকল্যান সহকারী, ১১৭ জন সিএইচসিপি এবং ৩২৭০ জন সেচ্ছা সেবক অংশগ্রহণ করে সেবা প্রদান করবেন বলে জানান সিভিল সার্জন।

Leave a Reply