সিরাজদিখানে বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

নাছির উদ্দিন : সিরাজদিখানে বিকাশ প্রতারক চক্রের এক সক্রিয় সদস্য অহিত মোরল (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধায় শ্রীনগর উপজেলার চকবাজার নামক এলাকা থেকে তাকে গ্রেফতার গ্রেফতার করে সিরাজদিখান থানা তথ্য কেন্দ্রের পুলিশ। প্রতারক অহিত শ্রীনগর থানার দেওপাড়া গ্রামের মৃত মোকসেদ মোড়লের ছেলে।

প্রতারক স্বীকার করে বলেন সে এক মাসে ২ লাখ ৫০ হাজার টাকা প্রতারণা করে নিয়েছে। তবে সে একাই একাজ করেছে। তার সাথে আর কেউ ছিল না।

সিরাজদিখান থানার ওসি ফরিদউদ্দিন জানান, উপজেলার রাজানগর গ্রামের ফ্রান্স প্রবাসী ফেরদৌস পরিচয়ে চক্রটি তার চাচাত বোন সমিরন বেগম (৪৫) এর কাছে ফোন দিয়ে পাসপোর্ট সমস্যার কথা বলে বিভিন্ন মেয়াদে ২ লক্ষ ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে নিয়ে নেয়। ১ লাখ টাকা উদ্বার করা হয়েছে। সিরাজদিখান থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তার সাথে আরো জড়িত থাকার সম্ভাবনা আছে, তাদের আটকের চেষ্টা চলছে।

Leave a Reply