মুন্সিগঞ্জের গজারিয়ায় শনিবার ভোরে মদপানে দুই বোন ও খালার মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজন ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন আছেন। নিহতরা হলেন- দুই বোন চায়না ও চামেলি এবং তাদের খালা জ্যোৎস্না।
গজারিয়া থানার ওসি মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বরস্বতী পূজা উপলক্ষ্যে ওই দুই বোন গাইবান্ধা থেকে খালার বাড়ি মুন্সিগঞ্জে বেড়াতে আসেন। শুক্রবার রাতে জ্যোৎস্না এবং তার স্বামী মন্টুসহ তারা মদপান করেন। অতিরিক্ত মদপানে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢামেকে নেয়া হয়। শনিবার ভোরে দুই বোন ও খালার মৃত্যু হয়।
ডেইলি বাংলাদেশ
Leave a Reply