নদী দখল, দূষণ ও সরকারি রাস্তা খুলে দেয়ার দাবিতে মুন্সীগঞ্জের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মোজাম্মেল হোসেন সজল: ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদী দখল, দূষণ ও সরকারি রাস্তা খুলে দেয়ার দাবিতে শুক্রবার দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জের চরমুক্তারপুরের ধলেশ্বরী নদীর পাড়ে ভুক্তভোগী এবং স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

এ সময় তারা শাহ সিমেন্ট ফ্যাক্টরীসহ নদীর পাড়ে গড়ে উঠা শিল্প প্রতিষ্ঠানগুলোর ব্যক্তি মালিকানাধীন এবং নদী ও সরকারি সম্পত্তি দখলমুক্ত করার দাবি তুলেন।

তারা জানান, সিমেন্ট ফ্যাক্টরিগুলো নদী ও সাধারণ মানুষের শত শত একর জমি দখল আছে। সরকারি বিধি লঙন করে পরিবেশ দূষণ করছে, কলকারখানার বিষাক্ত বর্জ্য ব্যাপক মাত্রায় পানি ও বায়ু দূষণ করে প্রাকৃতিক পরিবেশ বিপন্ন করে তুলেছে। এতে করে মুন্সীগঞ্জ সদরের ধলেশ্বরী নদীর দুইপাড়ের মানুষের জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।এছাড়া, শাহ সিমেন্ট ফ্যাক্টরি সরকারি রাস্তাও দখল জনগণের পথ চলাচল বন্ধ করে দিয়েছে। তারা স্থানীয় প্রশাসনসহ সরকারের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন।

গোসাইবাগ গ্রামের ফজলুর রহমান ফটিক জানান, শাহ সিমেন্ট ফ্যাক্টরি তার ১৪শ’ ৭০ শতাংশ জমি দখল করে নিয়েছে। প্রতিবাদ করতে গেলে শ্রমিকদের লেলিয়ে দেয়।

আরশ দেওয়ান জানান, তার ১৩শ’ ৩৪ শতাংশ জমি দখল করে নিয়েছে সিমেন্ট ফ্যাক্টরিটি। তারা রাস্তাও দখল করে জনগণের চলাচল বন্ধ করে দিয়েছে।

এমনিভাবে নয়াগাঁওয়ের মো. রকিবের ৫১৪ শতাংশ চরসন্তোষপুরের দেলোয়ার হোসেনের ৩৫৭ শতাংশ জমি দখল করে নেয়ার অভিযোগ তুলেন। এমনকি নয়াগাঁও জামে মসজিদের ওয়াকফকৃত ১২ শতাংশ জমিও দখল করে নেয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, মুন্সীগঞ্জের চরমুক্তারপুরে বিভিন্ন টেক্সটাইল মিলসের কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলে বায়ু দূষণ করে চলেছে। মুক্তারপুর ও চরমুক্তারপুরে সিমেন্ট ফ্যাক্টরির অ্যাশ ও ডাইং ও প্রিন্টিংসহ অংসখ্য শিল্প প্রতিষ্ঠান পানি ও বায়ু দূষণ করে প্রাকৃতিক পরিবেশ বিপন্ন করে তুলেছে। এ পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় নদী পাড়ের বাসিন্দাদের গোসল করার ক্ষেত্রেও হচ্ছে সমস্যা। মাছও নেই নদীতে। জেলেরা এখন আর এ ধলেশ্বরী নদীতে মাছ শিকারে আসে না।

সিমেন্ট ফ্যাক্টরিগুলোর অ্যাশ উড়ে সরাসরি নদীতে গিয়ে পড়ছে। সিমেন্ট ফ্যাক্টরিতে খোলা মেলাভাবে ক্লিংকার ও অ্যাশ জাহাজে লোড-আনলোড করা হচ্ছে। সিমেন্টের অ্যাশ উড়ে এসে ধলেশ্বরী নদীর তীরবর্তী হাটলক্ষীগঞ্জ, নয়াগাঁও, মীরেশ্বরাই, মুক্তারপুর, চরমুক্তারপুরসহ আশপাশ এলাকার পরিবেশ দূষণ করে চলেছে। সামান্য বাতাসেই সিমেন্ট ফ্যাক্টরির অ্যাশ দ্বারা আশাপাশের সমস্ত এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে।

পশ্চিম ও পূর্ব মুক্তারপুর, নায়াগাঁও, মিরেশ্বরাই, ফিরিঙ্গিবাজার ও শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার নারী-পুরুষ ও শিশুরা ব্রংকাইটিস, নিমোনিয়াসহ শ্বাস-প্রশ্বাস ও চর্ম রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া গাছপালা ও ফসলাদির ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে ধলেশ্বরী নদীর তীরে বড় বড় অনেক গাছ মারা গেছে।

Leave a Reply