মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জে তিনদিন ব্যাপী শান্তি ও সম্প্রীতি-২০১৯ নাট্যমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে এই নাট্যোৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। নাট্যোৎসব উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক “জেরা” অনুষ্ঠিত হয়।
থিয়েটার সার্কেল, মুন্সীগঞ্জের পরিবেশনায় নাটক জেরা’র নির্দেশনা ও রচনায় ছিলেন তুষার খান। ঢাকার দেশ নাটক আয়োজিত এই উৎসবে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহাম্মেদ, নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা, নাট্য সংগঠক কামাল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোখলেছা হিলালী, থিয়েটার সার্কেল, মুন্সীগঞ্জের প্রতিষ্ঠাতা, নাট্যকার ও নির্দেশক শিশির রহমান, মুন্সীগঞ্জ সংগীত একাডেমির সভাপতি অভিজিৎ দাস ববি, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকিরসহ অন্যান্যরা।
আগামী ৯ ই ফেব্রুয়ারি রাতে শেষ হবে এই নাট্যোৎসব।
Leave a Reply