শ্রীনগরে চিকিৎসক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী হাসপাতালে

শ্রীনগরে মাদকাসক্ত দন্ত চিকিৎসক স্বামীর ছুরিকাঘাতে হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন স্ত্রী। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা হয়েছে। জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শ্রীনগর সদর বাজারে অবস্থিত আয়সা ডেন্টাল ক্লিনিকের চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলম ৫-৬ জন সন্ত্রাসী নিয়ে ১ ফেব্রুয়ারি রাতে শ্রীনগর কলেজপাড়ায় তার শ্বশুরবাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় জাহাঙ্গীর তার স্ত্রী ঝুমুর আক্তারকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে আহত করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে জাহাঙ্গীর ও তার সঙ্গীরা পালিয়ে যায়। আহত অবস্থায় ঝুমুর আক্তার, তার মা হাসিনা বেগম ও ভগ্নিপতি মুনছুরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঝুমুরের স্বাস্থ্য অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ঝুমুরের মা বাদী হয়ে জাহাঙ্গীরসহ ৫-৬ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা করেন।

তিনি জানান, ৪-৫ বছর আগে আমার জামাতা জাহাঙ্গীর মাদকাসক্ত হয়ে পরে। মাদকের টাকা জোগাড় করতে না পারলে জাহাঙ্গীর প্রায়ই আমার মেয়েকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। মাসখানেক আগে আমার মেয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে তার দুই সন্তান নিয়ে আমার বাড়িতে চলে আসে।

যুগান্তর

Leave a Reply