মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক ব্যবসায়ীদের হাতে নিরীহ লোকজনকে হয়রানি এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মাদকের অভয়ারণ্য সিরাজদিখানের মাদক বিরোধী যুব সমাজ মঙ্গলবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১ টায় সিরাজদিখান-ঢাকা সড়কে তারা বিক্ষোভ মিছিল বের করে। পরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেংগুরিয়াপাড়া মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় এলাকার মাদক ব্যবসায়ী আসলাম শেখ, সহযোগি জাহাঙ্গীর মোল্লাসহ অন্যান্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
Leave a Reply