ভালোবাসা দিবসে হেলিকপ্টারে এসে পুত্রবধূ বরণ

মুন্সীগঞ্জের ছেলে প্রকৌশলী মহিদুল ইসলাম মিশান ও যশোরের মেয়ে নাদিরা খান জেমির বিয়ে হয়েছে প্রায় ছয় মাস আগে।

বৃহস্পতিবার নাদিরা খান জেমির গ্রামের বাড়ি বাঘারপাড়া উপজেলার মহিরণ গ্রামে আয়োজন করা হয় বধূবরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত হওয়ার প্রবল ইচ্ছে ছেলের বাবা মুজিবুর রহমানের। কিন্তু প্যারালাইজ রোগে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী। আড়াইশ কিলোমিটার দূরত্বে সড়কপথে তার কোনোভাবেই যাতায়াত করা সম্ভব নয়। বাবার ইচ্ছেপূরণে তাই হেলিকপ্টারেই আনা হলো কনের বাড়িতে। হেলিকপ্টারযোগে বিয়েতে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এক্সিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মহিদুল ইসলাম মিশান মুন্সীগঞ্জের গজারিয়ার লেবুতলা গ্রামের মুজিবুর রহমানের ছেলে। ছয় মাস আগে পারিবারিক পছন্দে তিনি বিয়ে করেন যশোরের বাঘারপাড়া সদরের মহিরণ গ্রামের ঠিকাদার জামসেদ খান চঞ্চলের মেয়ে নাদিরা খান জেমিকে। জেমি বরিশাল প্রযুক্তি বিশ্বদ্যিালয়ে হিসাববিজ্ঞানে লেখাপড়া করেন। বিয়ের সময় তেমন কোনো অনুষ্ঠান হয়নি।

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বধূবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১২টায় মহিদুল ইসলাম মিশান দেড়শ লোকের বহর নিয়ে হাজির হন নববধূ জেমির বাড়িতে। আর দুপর একটায় হেলিকপ্টারযোগে আসেন বরের বাবা মুজিবুর রহমান। বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠে নামে হেলিকপ্টার। এসময় হাজারো উৎসুখ মানুষ সেখানে উপস্থিত হয়। সেখান থেকে হুইল চেয়ারে করে পাঁচশ মিটার দূরে তিনি অনুষ্ঠানে যোগ দেন।

মহিদুল ইসলাম মিশান জানান, দূরের পথ হওয়ায় আমি আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব নিয়ে বুধবার বিকেলে মুন্সীগঞ্জ থেকে রওনা হই। যশোর শহরের পৌঁছে কয়েকটি আবাসিক হোটেলে রাত্রিযাপন করি। পরদিন সকালে অনুষ্ঠানে যোগ দিই। ছয় মাস আগে তার বাবা ব্রেইন স্টোকে প্যারালাইজ্ড হয়েছেন।

সড়ক পথে বাবাকে অনুষ্ঠানে আনা সম্ভব ছিলো না। যে কারণে তাকে হেলিকপ্টারযোগে আসার ব্যবস্থা করতে হয়েছে।

নববধূ নাদিরা খান জেমি জানান, পরীক্ষার কারণ আর বিশেষ দিনের অপেক্ষায় দেরিতে তুলে নেয়ার অনুষ্ঠান হয়েছে। আমরা বিশ্ব ভালোবাসা দিবসেই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিই। এজন্য ছয় মাস ধরেই দিনটির অপেক্ষায় ছিলাম।

পরিবর্তন

Leave a Reply