মুন্সীগঞ্জের শ্রীনগরে সুদের ঘানি টানতে গিয়ে নিঃস্ব হয়েছে একাধিক পরিবার। উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর মান্দ্রা গ্রামের মোসলেম চৌধুরী চড়া সুদে টাকা লাগিয়ে সুদের টাকা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভাগ্যকুল এলাকার মো. শুভ, নিতাই, নাজমা বেগম, কহিনুর বেগম, জুয়েল আকন্দসহ অনেকেই জানান, মোসলেম চৌধুরীকে উচ্চহারে সুদের টাকা পরিশোধ করতে গিয়ে তাঁরা এখন পথের ফকির।
এ ছাড়া তাঁদের মধ্যে কয়েকজন অভিযোগ করে বলেন, ‘সুদের আসল টাকা পরিশোধ করার পরেও মোসলেম চৌধুরী অস্বীকার করছেন তিনি টাকা বুঝে পাননি।’ এ বিষয়ে মোসলেম চৌধুরীর কাছে সুদে টাকা লাগানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এলাকায় গরু পালি ও চাষবাস করে খাই। মানুষের কাছে সুদে টাকা লাগানোর কোনো প্রশ্নই ওঠে না।’
কালের কন্ঠ
Leave a Reply