মুন্সীগঞ্জে শেষ হলো পাঁচদিনব্যাপী অমর একুশে বইমেলা

মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো পাঁচদিনের অমর একুশে বইমেলা। মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃহস্পতিবার রাত ১০টায় সমাপ্তি ঘটে এই আয়োজনের। শেষ দিনে বইমেলার পাশাপাশি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। আর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের বইমেলায় বইপ্রেমিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন-অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাহিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহাম্মেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারি, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সংগীত একাডেমির সভাপতি অভিজিৎ দাস ববি প্রমুখ।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গত রোববার বিকেলে এই বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।

Leave a Reply