স্মৃতি সংরক্ষণের দাবি পরিবারের
সাড়ে ছয় বছর আগে চার্জ (অভিযোগ) গঠন হলেও অদ্যাবধি শেষ হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলার বিচার কাজ। দীর্ঘদিন আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষীরা হাজির না হওয়ায়ই মূলত এ অবস্থার সৃষ্টি হয়েছে। দুটি মামলার মধ্যে হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হলেও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি।
তবে রাষ্ট্রপক্ষের দাবি, দ্রুততম সময়ের মধ্যে মামলার বিচারক কাজ শেষ হবে। একই সঙ্গে অভিযোগ প্রমাণের মাধ্যমে আসামিদের সাজা প্রদান করা যাবে। এদিকে দীর্ঘদিনেও বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের পাশাপাশি হুমায়ুন আজাদের স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছেন তারা।
হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনের দুটি মামলায়ই ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ২১ মার্চ আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে। একই দিন বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। বিস্ফোরক আইনের মামলায় সাক্ষীদের প্রতি অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
জানতে চাইলে হুমায়ুন আজাদের ছোট ভাই ও মামলার বাদী মো. মঞ্জুর কবির যুগান্তরকে বলেন, ‘ঘটনার ১৫ বছর পার হলেও এখনও পর্যন্ত বিচার পাইনি। বিচারের জন্য আর কত সময় অপেক্ষা করতে হবে? দীর্ঘদিনে সব বেদনা সহ্য হয়ে গেছে। এখন আর কিছুই বলার নেই। তবে সরকারের কাছে একটাই দাবি, হুমায়ুন আজাদের স্মৃতিগুলো যেন রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে চিরনিদ্রায় শায়িত আছেন।
তার কবরসহ অন্যান্য স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেয়া হলে চিরকৃতজ্ঞ থাকব।’ জানতে চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী মো. আবদুল্লাহ আবু যুগান্তরকে বলেন, দুটি মামলাই বিচারাধীন রয়েছে। এর মধ্যে হত্যা মামলার বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে।
আসামিদের সর্বোচ্চ সাজা হবে বলে আশা করছি। আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ যুগান্তরকে বলেন, সবার প্রত্যাশা ন্যায়বিচার। দীর্ঘদিনে সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি। অনেক সময় আসামিদের কারাগার থেকে আদালতে উপস্থাপনই করা হয়নি। রাষ্ট্রপক্ষের গাফিলতিতে এভাবে দীর্ঘসূত্রতা হয়েছে।
হুমায়ুন আজাদ হত্যা, মামলার তদন্ত ও বিচার : ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলা একাডেমির উল্টো দিকে ফুটপাতে ধর্মান্ধদের হামলার শিকার হয়ে মারাত্মক আহত হন ড. হুমায়ুন আজাদ। চিকিৎসার জন্য ২২ দিন ঢাকা সিএমএইচে থাকার পর ৪৮ দিন থাইল্যান্ডের ব্যাংকক ছিলেন। একই বছরের আগস্টে তিনি গবেষণার জন্য জার্মানিতে যান।
১২ আগস্ট মিউনিখে নিজের ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। হুমায়ুন আজাদের ওপর হামলার পরদিন তার ভাই মঞ্জুর কবির বাদী হয়ে রমনা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। পরে তা হত্যা মামলায় রূপান্তর হয়। মামলাটির তদন্ত শেষে ২০০৭ সালের ১৪ নভেম্বর সিআইডির পুলিশ কাজী আবদুল মালেক পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে দুটি চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। দুটি চার্জশিটে মোট ৫৮ জনকে সাক্ষী করা হয়।
২০১২ সালের ১০ সেপ্টেম্বর হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেন আদালত। এ মামলায় মোট ৪১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ২০১৭ সালের ২৮ অক্টোবর পুলিশের এসআই আবদুল হাই এ মামলায় সাক্ষ্য দেন। এরপর থেকে এ মামলায় আর সাক্ষ্যগ্রহণ হয়নি। তবে সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটি বর্তমানে আসামিদের আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে রয়েছে। অপরদিকে বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় ২০০৯ সালের ৭ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেন তৎকালীন মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১২ এর বিচারক নুরুল ইসলাম। মামলাটিতে মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সর্বশেষ ২০১৭ সালের ১৯ নভেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ হয়।
ওই দিন তৎকালীন বনানী থানার এসআই (বর্তমানে ভাসানটেক থানার ওসি) মাহফুজুর রহমান আদালতে সাক্ষ্য দেন। এরপর থেকে এ মামলায় আর কোনো সাক্ষ্যগ্রহণ হয়নি। দুটো মামলায় চার্জশিটভুক্ত আসামি জেএমবির শূরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক, আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহিদ, হাফিজ মাহমুদ, সালেহীন ওরফে সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ ওরফে সাবু।
যুগান্তর
Leave a Reply