পদ্মা সেতু প্রকল্পের চুরি যাওয়া রড ও তেল উদ্ধার: আটক ৭

মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর পাইলিংয়ের কাজে ব্যবহৃত রড, এঙ্গেল, তেলসহ চুরি যাওয়া বিভিন্ন সরঞ্জাম চোর চক্রের সদস্যদের কাছ থেকে উদ্ধার করেছে র‌্যাব-১১’র সদস্যরা।

বুধবার রাত ৮টা থেকে ১টা পর্যন্ত মাওয়া ও আশপাশের এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ অভিযানে ২৫ টন রড এবং ৫০০ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়। চুরির সঙ্গে জড়িত সন্দেহে ৭ জনকে আটক এবং দুটি সী-বোট জব্দ করেছে র‍্যাব। এছাড়াও তেল বিক্রির নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধার করা এসব সরঞ্জাম বুধবার পদ্মাসেতু প্রকল্প এলাকা থেকে চুরি হয়।

গত ৩ মার্চ পদ্মাসেতু প্রকল্পে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা অভিযোগ করেন, একটি চক্র নিয়মিত পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে বিভিন্ন সরঞ্জাম চুরি করে।

র‍্যাব-১১, সিপিসি-১’র কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, লৌহজং উপজেলা মাওয়া ও আশপাশের এলাকায় এই অভিযানে পদ্মা সেতুর পাইলিংয়ের কাজে ব্যবহৃত রড, এঙ্গেলসহ বিভিন্ন সরঞ্জাম চোর চক্রের সদস্যদের কাছ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেল পদ্মা সেতুর কাজে ব্যবহৃত নৌযানে ব্যবহৃত হতো। ধারণা করা যাচ্ছে, মাওয়া ঘাটের কয়েকটি ট্রলার এসব চুরির কাজে জড়িত আছে। দুটি সী-বোটও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের সম্পর্কে তথ্য নেয়া হচ্ছে। তবে কেউ নিরপরাধ হলে তাকে ছেড়ে দেয়া হবে। এরপর আইনি ব্যবস্থা নেয়া হবে।

অবজারভার

Leave a Reply