যাত্রাবাড়ীতে পানির ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড়ের একটি বাসার পানির ট্যাংক থেকে ফারজানা আক্তার নামে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ মার্চ) রাতে বাসার পাশে একটি ভবনে ছাদের পানির ট্যাংকে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার সোহেল মিয়া ও রুনা বেগমে মেয়ে ফারজানা। তারা যাত্রাবাড়ীর ধোলাইপাড় বাজার এলাকায় বসবাস করেন।

নিহত শিশুটি চাচা রুবেল মিয়া জানান, বিকেল থেকেই ফারজানাকে পাওয়া যাচ্ছিল না। এলাকায় মাইকিংও করা হয়েছে। পরে অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে ওই বাসার ছাদের পানির ট্যাংকে তাকে পাওয়া যায়। এসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

রুবেল মিয়া অভিযোগ করে বলেন, শিশুটি একা একা ওই পানির ট্যাংকে পড়তে পারে না। কেউ তাকে মেরে ওখানে ফেলে গেছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজকে বলেন, শিশুটির মৃত্যুর বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। খেলতে গিয়ে পানির টাংকে পড়ে গিয়েছে নাকি অন্যকিছু তদন্তের পর এসব বেরিয়ে আসবে।

ময়না-তদন্তের জন্য শিশুটি মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশে এ কর্মকর্তা।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply