প্রেমে ব্যর্থ হয়ে ছাত্রের আত্মহত্যা

প্রেমে ব্যর্থ হয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে নিপুন (১৮) নামে এক ছাত্র আত্মহত্যা করেছেন। তিনি মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। বুধবার (১৩ মার্চ) সকালে ফতুল্লার ভুইগড় এলাকার জুয়েল মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার এসআই মাজেদ জানান, সকালে নিপুনের কলেজে যাওয়ার কথা। কিন্তু ঘুম থেকে সময়মতো না ওঠায় ঘরের দরজায় ধাক্কা দেন নিপুনের মা লিনা আক্তার। এতে দরজা না খোলায় আশপাশের লোকজনকে ডাকা হয়।

পরে জানালা দিয়ে ফ্যানের সঙ্গে নিপুনের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেন স্থানীয়রা।পরিবারের বরাত দিয়ে এসআই মাজেদ জানান, নিপুন এক মেয়ের সঙ্গে প্রেম করে ব্যর্থ হয়ে কয়েক দিন ধরে হতাশ হয়ে ঘুরে বেড়ায়। হতাশা থেকে নিপুন আত্মহত্যা করেছে।পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করার আবেদন করা হয়েছে। তাই লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে না।জানা যায়, প্রেমে ব্যর্থ হয়ে নিপুন আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকেও পুলিশের কাছে এমনটাই দাবি করা হয়েছে।

মোড়ল নিউজ২৪

Leave a Reply