বিনোদপুর রামকুমার বিদ্যালয়ের ১০১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

মুন্সীগঞ্জ সদরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে হয়ে গেলো ১০১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস বেলুন ও পায়রা উড়িয়ে বুধবার সকালে এ আয়োজনের উদ্বোধন করেন।

খেলার শুরুতেই ফিরে দেখা ’৭১-এর প্রামান্য চিত্রের খন্ড পর্ব তুলে ধরেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৫৩টি ইভেন্টে চলা বিভিন্ন ধরণের খেলার মধ্যে ব্যাঙ দৌঁড়, ওঠা-বসা, হাতি উড়ে, পাখি উড়ে এবং বস্তা দৌঁড় উল্লেখযোগ্য। দিনভর চলা এই ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সফিউদ্দিন আহমেদ, সমাজসেবক মহসিন মাখন, বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. আলমগীর খান, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ম. মনিরুজ্জামান শরীফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ প্রমুখ।

অবজারভার

Leave a Reply