পদ্মা সেতুর তিনটি হ্যামারই সার্ভিসিংয়ে, পাইল বসানো আপাতত বন্ধ

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল: পদ্মা সেতুর পাইল বসানোর কাজ আপাতত বন্ধ রয়েছে। তবে অন্যান্য কাজ দ্রুততার সঙ্গে চলছে। সেতুর কাজে ব্যবহৃত ৩টি হ্যামারই সার্ভিসিংয়ে থাকায় আপাতত পাইল বসানো যাচ্ছে না। নির্দিষ্ট সময় পর পর হ্যামারগুলো সার্ভিসিং করতে হয়। সবচেয়ে ছোট ১৯০০ কিলোজুল ক্ষমতার ছোট হ্যামার অনেকদিন আগে সার্ভিসিংয়ে যায়। হ্যামারটির একটি যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। সেটা এখানে সার্ভিসিং করা সম্ভব হয়নি।

পরে জার্মান থেকে সেই যন্ত্রাংশটি আনার জন্য এলসি করা হয়েছে। যন্ত্রাংশ পৌঁছালে এটি সার্ভিসিং করা হবে। এছাড়া কাকতালীয়ভাবে ৩৫০০ কিলোজুল ক্ষমতার ও ২৪০০ কিলোজুল ক্ষমতার হ্যামার দুটির সার্ভিসিং একই সময়ে পড়ে যায়। এই দু’টি হ্যামার প্রায় ১৫ দিন বন্ধ আছে। এর মধ্যে ৩৫০০ কিলোজুল ক্ষমতার হ্যামারটি ২/১ দিনের মধ্যে এবং ২৪০০ কিলোজুল হ্যামারটি ১৯/২০ মার্চের মধ্যে সার্ভিসিং হয়ে যাবে। তবে ছোট হ্যামারটির সার্ভিসিং কবে নাগাদ শেষ হবে এটা প্রকৌশলীরা নিশ্চিত করতে পারেনি। তাই তিনটি হ্যামার সার্ভিসিংয়ে থাকায় আপাতত পদ্মা সেতুর পাইলিং বন্ধ রয়েছে।

জনকন্ঠ

Leave a Reply