নাছির উদ্দিন : সিরাজদিখান উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের কামারকান্দা নামক স্থানে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পুলিশের সঙ্গে একদল যুবকের ধস্তাধস্তি হয়েছে। এ সময় পুলিশের শর্টগানের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ ও এক পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ যুবককে আটক করেছে। উপজেলার চিত্রকোট ইউনিয়নের কামারকান্দা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবক শাহাদাত হোসেন শ্যামলকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও আহত সিরাজদিখান থানার কনস্টেবল মো. রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটককৃতরা হচ্ছে-সজিব মন্ডল (২৩), কৃষ্ণ বাড়ৈ (২৪), গোবিন্দ সিদ্ধা (২৪) ও জনি সিদ্ধা (২০)। আটককৃতদের বাড়ি কেরাণীগঞ্জ মডেল থানা ও নবাবগঞ্জে। গুলিবিদ্ধ যুুবক শ্যামল কেরনাীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর গ্রামের তাহের আলীর ছেলে।
সিরাজদিখান থানার ওসি মো. ফরিদউদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে তিনটি মোটর সাইকেলযোগে ৬ জন যুবক কেরাণীগঞ্জ থেকে নবাবগঞ্জ যাচ্ছিল। এ সময় সিরাজদিখান উপজেলার কামারকান্দা পুলিশ বক্সের সামনে পুলিশ মোটর সাইকেল আরোহীদের থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু মোটর সাইকেল আরোহী পুলিশের সিগন্যাল অমান্য করে নবাবগঞ্জের দিকে চলে। কিছুক্ষন পর নবাবগঞ্জ থেকে মোটর সাইকেল আরোহীরা কেরানীগঞ্জের উদ্দেশ্যে ফিরছিল। পুনরায় পুলিশ বক্সের সামনে এলে সিগন্যাল পেয়ে মোটর সাইকেল আরোহী সেখানে থামে। এ সময় মোটর সাইকেল আরোহী যুবকদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয় ও উভয়ের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। এক পর্যায়ে পুলিশের শর্টগান থেকে অসাবধানতা বশত: গুলি বের হয়ে যায়। এতে শ্যামল নামে এক যুবকের ডান পায়ের পাতায় গুলিবিদ্ধ হয়। এছাড়া পুলিশ কনস্টেবল রাসেল আহত হয়।
Leave a Reply