সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে আখি মন্ডল (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় গলায় শাড়ি পেঁচিয়ে স্বামীর বাড়ির টিনের ঘরের আড়াইয়ের সাথে ঝুলে সে আত্মহত্যা করে। রাতেই লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে।

শনিবার (১৬ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য লাশটি সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গৃহবধূ উপজেলার কোলা ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামের প্রানকৃষ্ণ মন্ডলের ছেলে পলাশ মন্ডলের স্ত্রী ও উপজেলার হরিখালি গ্রামের মাধব বাড়ৈ’র কন্যা।

সিরাজদিখান থানার ডিউটি অফিসার সহকারি উপ-পরিদর্শক বায়েজিত জানায়, সিরাজদিখান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। মেয়ের বাবা মাধব বাড়ৈ জানিয়েছেন কিছুটা মানসিক অসুস্থ ছিল তার মেয়ে।

বিডিমর্নিং

Leave a Reply