আরিফ হোসেনঃ শ্রীনগরে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিন উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলার ষোলঘর বাসষ্ট্যান্ড সংলগ্ন ইয়াসমিন দেলোয়ার ডায়াগণোষ্টিক সেন্টার ও মর্ডাণ হাসপাতাল রবিবার দিনব্যাপাী এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম।
ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী, ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান খাঁন, শ্রীনগর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন প্রমুখ। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে শতাধিক রুগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেণ মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ফিরোজ হোসেন ও নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ মশিউর রহমান ।
Leave a Reply