মনসুর বেপারী: আসন্ন মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুজ্জামান আনিছ সোমবার পঞ্চসার ইউনিয়নের ৪নং ওয়ার্ড সাবেক সভাপতি মোহাম্মদ মোস্তফার আয়োজনে ডিঙ্গাভাঙ্গা এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।
সন্ত্রাস মাদক দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ৩১ শে মার্চ নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আধুনিক উন্নত উপজেলা গড়ার সুযোগ দানে সহযোগিতা চান ও এলাবাসীর সাথে মতবিনিময় করে বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আমাকে ভোট দিবে,আমি দুই বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলাম নৌকা মার্কা ছাড়াই নির্বাচন করেছি।
কিন্তু এবার নেত্রী আমাকে ভালোবেসে নৌকা মার্কা দিয়েছে, আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন। নতুন ভোটারা আমাকে ভালোবাসে আমি মনে করি তাদের ভোট আমি পাব সুষ্ঠু সুন্দর এবং অবাধ নির্বাচনের মাধ্যমে আমাকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মানুষ নির্বাচিত করবে। আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ শেখ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর খান,সাধারণ সম্পাদক আকতার হাওলাদার,সমাজ সেবক ছাদু আক্কাছ,শামসুল কবির মাস্টার, মুক্তিযোদ্ধা কাদের মোল্লা সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
আলোকিত মুন্সীগঞ্জ
Leave a Reply