“মাদক মুক্ত সমাজ গঠন ও সুস্বাস্থ্য নিয়ে জীবনযাপন” এই স্লোগান ধারণ করে প্রতি বছরের ন্যায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সামছুদ্দিন প্রধান স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বালুয়াকান্দি ছোট রায়পাড়া (পূর্বপাড়া) খেলার মাঠ প্রাঙ্গনে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম সামছুদ্দিন প্রধানের স্বরণে প্রতি বছরের ন্যায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্পূর্ণ খেলাটি উপভোগ ও পুরস্কার বিতরণ করেন, গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য মোহাম্মদ নাজমুল হোসেন, মোসাম্মদ মর্জিনা বেগম, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবুল হোসেন (সাবেক ইউপি মেম্বার), ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আল আমিন প্রধান, ইউপি মেম্বার মুক্তার হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের নেত্রীবৃন্দু। টি-২০ ক্রিকেট খেলায় ৬টি দল অংশ গ্রহন করে। তারমধ্যে চুড়ান্ত পর্বে ছোট রায়পাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ান ট্রফি গ্রহন করেন তেতৈতলা একাদশ।
এইচএস
Leave a Reply