এমপি মাহীর জন্য সন্ধ্যা পর্যন্ত আটকে রাখা হলো শিক্ষার্থীদের!

এমপির অপেক্ষায় শিক্ষার্থীদের সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রেখেছেন প্রধান শিক্ষক। আর এ ঘটনা ঘটেছে সিরাজদিখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত সিরাজদিখান উচ্চবিদ্যালয়ে।

মঙ্গলবার ওই বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন—মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী। তাই সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে বসিয়ে রাখা হয়।

এ সময় স্থানীয়রা বলেন, কোনো কোনো ছাত্রীর বাড়ি অনেক দূরে, রাত হয়ে যাচ্ছে, তারা কীভাবে বাড়ি যাবে? সারা দিন অনেক ছাত্র-ছাত্রী না খেয়ে আছে।

সিরাজদিখান উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্র বলে, এমপি সাহেবের জন্য আমাদের স্যারেরা রেখেছেন। দুপুরে আমি পুড়ি খেয়ে আছি, বাড়ি গিয়ে খাব।

সিরাজদিখান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, বছরে দু-এক দিন দেরি হলে কিছু হয় না।

এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, সিরাজদিখান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

পরিবর্তন

Leave a Reply