মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সরদার পাড়া এলাকায় বুধবার সকালে সরদার রুবেল নামে এক ইউপি সদস্যকে পিটিয়েছে দূবৃত্তরা। সে পঞ্চসার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য। গুরুতর জখম অবস্থায় তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সর্দার রুবেল জানান আমাকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা চালানো হয় ।
এর আগে গেল ৩১ মার্চ উপজেলা নির্বাচন পরবর্তী রতনপুর এলাকার দেওয়ান বাজারে দূবৃর্ত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। এ সময় সে রক্ষা পেলেও ফয়সাল ও রুহুল আমিন নামে অপর দুইজন গুলিবিদ্ধ হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি তদন্ত গাজী সালাউদ্দিন জানান, জমিজমা নিয়ে বিরোধ ও উপজেলা নির্বাচনে গোলাগুলির ঘটনার কেন্দ্র করে নির্বাচনী পরে এনিয়ে তর্ক বিতর্কে এ সংঘর্ষের সূত্রপাত হতে পারে ।
এ ঘটনায় সন্দেহ জনক ভাবে ৫জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply